সিলেটে তুষার হ ত‍্যা : মূল আসামি গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দলদলি চা বাগানে তুষার আহমদ চৌধুরী (১৯) নামের কিশোর হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

গ্রেফতারকৃত পারভেজ (২৬) সিলেট মহানগরের বাগবাড়ী এলাকার তাজুদ মিয়ার ছেলে।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে মহানগরের জিন্দাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অত্যন্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট মহানগরের শাহী ঈদগাহ খেলার মাঠের পেছনে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানে ছুরিকাঘাতে তুষার আহমদ খুন হন। 

তিনি মহানগরের রায়নগর এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে ও কলেজছাত্র। 

পুলিশ বলছে- পূর্ব শত্রুতার জের ধরে তুষারকে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে- নিহত তুষার এবং গ্রেফতারকৃত দুজনসহ ১৫-২০ কিশোর ও তরুণ প্রায় প্রতিদিন সন্ধ্যায় ঘটনাস্থলে আড্ডা দিতো। তারা অনেকেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। করতো মাদক সেবন। মঙ্গলবার সন্ধ্যায়ও তারা সেখানে জড়ো হন। তবে রাত ৮টার দিকে তাদের মাঝে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয় এবং দুপক্ষ হয়ে যায়। একপর্যায়ে পারভেজ ও জাবেদসহ ৩ জন তুষারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তুষার ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টা পড়ে থাকেন এবং এসময় তিনি চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহানগরের মীরবক্সটুলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরে নিহতের বাবা তিনজনের নাম উল্লেখ করে থানায় হত‍্যা মামলা দায়ের করেন। মামলার দ্বিতীয় আসামি জাবেদ আহমদকে (২৩) ঘটনার রাতেই  আম্বরখানা এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ। তিনি শাহী ঈদগাহ এলাকার হাজারিভাগস্থ ৪১ নং বাসার মৃত সমছু মিয়ার ছেলে।