উইমেন্স মেডিকেলে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে ডা. শোয়েবের যোগদান

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন ডা. মোহাম্মদ গোলাম রব মাহমুদ শোয়েব (এমবিবিএস, এফসিপিএস মেডিসিন,  এফআরসিপি গ্লাসগো, এফএসিপি ইউএসএ)।

শনিবার (১ মার্চ) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রফেসর শাহেদ আহমেদ, সহযোগী অধ্যাপক প্রফেসর মনোয়ারুল ইসলাম ভূইয়া সহকারী অধ্যাপক সোমা সরকারসহ সংশ্লিষ্টরা ফুল দিয়ে বরণ করে নেন তাকে।

ডা. মোহাম্মদ গোলাম রব মাহমুদ শোয়েব সর্বশেষ সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের কৃতিসন্তান ডা. মোহাম্মদ গোলাম রব মাহমুদ শোয়েব ২০০১ সালে এমবিবিএস পাস করে ২০০৩ সালে এইচএমও হিসেবে যোগদেন বিএসএমএমইউতে। এরপর ২০০৪ সাল থেকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। সেখানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দুই দশক। 

শিল্পনগরী ছাতকের মধ্যবাজারের বাসিন্দা ভাষাসৈনিক,সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ চিকিৎসক ও আলোকিত মানুষ ডাক্তার গোলাম মন্তকার সুযোগ্য সন্তান ডা. মোহাম্মদ গোলাম রব শোয়েব।

তিনি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সলিসিটর গোলাম জিলানী মাহবুব,বিশিষ্ট রাজিনীতিবিদ, যুক্তরাজ্য প্রবাসী মাহফুজ শিপলু, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মাজকুর পাভেলের ছোট ভাই।