কওমি কণ্ঠ রিপোর্টার :
গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শহিদ সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি নজরে আসে সাংবাদিকদের।
দেখা যায়- স্টেডিয়ামটির পূর্ব পাশের গ্যালারিতে 'SHAHEED TURAB STAND' নামে সাইনবোর্ড লাগানো।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি এ দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
ওইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী স্মারকলিপিটি গ্রহণ করেন।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম কওমি কণ্ঠকে বলেন- আমাদের আবেদনের প্রেক্ষিতে বিসিবি সহকর্মী শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি করায় আমরা বিসিবি কর্তৃপক্ষে ধন্যবাদ জানাই। বিষয়টি নিয়ে আমাদেরর সহযোগিতা করেছেন সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, আমরা তাঁকেও ধন্যবাদ জানাচ্ছি।