ইজতেমা মাঠে সাদপন্থীদের হা ম লা, নি হ ত ৩

কওমি কণ্ঠ রিপোর্টার :

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। প্রথমে সাদপন্থীরা হামলা করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) শেষ রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) ও বগুড়ার তাজুল ইসলাম (৭০)। নিহতদের মধ্যে দুজন জুবায়ের ও একজন সাদপন্থী বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- আব্দুর রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ,  আ. হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮)  টঙ্গী, আরিফ (৩৪) গোপালগঞ্জ,  ফয়সাল (২৮) সাভার,  তরিকুল (৪২) নরসিংদী, সাহেদ (৪৪) চট্রগ্রাম, উকিল মিয়া (৫৮) নরসিংদী, পান্ত ( ৫৫) টঙ্গী, খোরশেদ আলম (৫০), বেলাল (৩৪) কেরানীগঞ্জ, আনোয়ার (৫০) নারায়ণগঞ্জ, আবু বক্কর (৫৯) নারায়ণগঞ্জ, আরিফুল ইসলাম (৫০),  আনোয়ার (২৬) সাভার, আনোয়ার (৭৬) নোয়াখালী সদর, ফোরকান আহমেদ (৩৫),  সাতক্ষিরা, আ.রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আ. হান্নান (৬০) গাজীপুর,  জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, সাহেদ (৪৪) চট্রগ্রাম।

স্থানীয়রা জানিয়েছে, রাত ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রীজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে যোবায়েরপন্থিরা তাদের বাধা দিলে প্রবেশকারীরা হামলা করে। এসময় দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হন।

বুধবার সকালে ইজতেমা ময়দান সাদপন্থীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিয়েছেন তারা।

সাদপন্থিদের মুরুব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। জুবায়েরপন্থিদের আক্রমনে আমাদের এক ভাই শহিদ হয়েছেন। ময়দানে অনেক জুবায়েরপন্থি চাকু ও ছোঁড়াসহ আটক হচ্ছে বলে নূরের দাবি।

জানা গেছে, ইজতেমা ময়দানে সংঘর্ষে আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে কিছুক্ষণের মধ্যেই ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেইটে সংবাদ সম্মেলন ডেকেছে স্বাদপন্থীরা। গণমাধ্যমে ময়দানের একটি ভিডিও পাঠিয়ে তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছেন বলে জানায়।