স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে স্বেচ্ছাসেক লীগের উবাইদুল হক অনিক (২৪) নামের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে তাকে মহানগরের মাছিমপুরস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

অনিক এ এলাকার জুনু মিয়ার ছেলে ও সিলেট মহানগর ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা।

সম্প্রতি মাছিমপুরে হওয়া সংঘর্ষের ঘটনায় দায়েকৃত মামলার আসামি তিনি। এছাড়া তিনি ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী দায়েরকৃত একটি মামলার আসামিও।

গ্রেফতারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।