রশীদ জামীল
একসময় লোকজন মজা করে বলতো, বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি সবাই নাকি আওয়ামীলিগ। ট্রল করে বলা কথাটি কি তবে সত্যি ছিল? এখন তো আর সেই দিন নাই। তবু কেন জাতীয়তাবাদী জামাতলীগ দেখতে হচ্ছে! গোলামিটা কি তাহলে রক্তের সাথে মিশে গেল?