চর দখল নিয়ে সংঘর্ষে নি হ ত ৫

কওমি কণ্ঠ ডেস্ক :

নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাগলার চরের নিয়ন্ত্রণ নিয়ে জলদস্যুদের তিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চরে আধিপত্য বিস্তার নিয়ে তিন জলদস্যু গ্রুপের সংঘর্ষের পর সামসু গ্রুপের প্রধান শামুস, আলা উদ্দিন গ্রুপের প্রধান আলাউদ্দিন এবং ফরিদ গ্রুপের প্রধান ফরিদ কমান্ডার লোকজন নিয়ে লক্ষ্মীপুরের রামগতির দিকে পালিয়ে গেছে।