সুনামগঞ্জে দুর্ঘটনায় দুজন নি হ ত

 

  • আহত তিনজন

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিরাই উপজেলার ভরাম হাওরে ধানকাটার সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি আহত হন। এসময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডা. নাজিয়া মানালুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবাল হোসেন ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালা উদ্দিনের ছেলে। সে দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে ধানকাটার শ্রমিক হিসেবে এসেছিলেন।

নিহতের গ্নিপতি সচির উদ্দিন জানান, আমরা ধান কাটতে ছিলাম, এসময় বৃষ্টি নামতে শুরু করলে আমরা জমি থেকে উঠার সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানান সে মারা গেছে। এছাড়াও সকালের দিকে বজ্রপাতের কবলে পড়ে উপজেলার পৃথক জায়গায় এক কিশোরী সহ আরও তিনজন আহত হয়েছে।  

আহতরা হলেন- দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০), কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)। এরমধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিবকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন- সকালেও আরও তিনজন আহত হয়েছেন, এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরী।

এদিকে, জেলার জামালগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটর সাইকেলের ধাক্কায় বৃন্দা রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের মেয়ে।

মঙ্গলবার দুপুর ২টায় সাচনা-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ভরতপুর গুদারাঘাটের মালেক মিয়ার দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান- শিশুটি গোদারাঘাটের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় সুনামগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেল তার উপরে উঠে যায়। গুরুতর আহত শিশুকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।

ঘঁনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

(রিপোর্টার : মো. আব্দুল হালিম)