কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-তামাবিল সড়কের কাটাগাং নামক স্থানে মটরসাইকেল দুর্ঘটনার ঘটনাস্থলে দুইজন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক আরোহী ।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের মৃত আলি আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির ছেলে মো. তোফায়েল (২৬)।
আহত যুবক হলেন- উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদ (৩২)। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় তিনজন মোটরসাইকেলযোগে (সিলেট-মেট্রো-ল -১১-১৪০২) জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌছালে মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।