কওমি কণ্ঠ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ৬টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম।
তবে সংশ্লিষ্টরা বলছেন- বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকলেও দলটির সঙ্গে জমিয়তের বোঝাপড়া অনেক বাকি। শেষ পর্যন্ত জোট হলে বদলাতে প্রার্থীদের রদ-বদল।
সিলেট জেলায় জমিয়তের প্রাথমিক ঘোষিত প্রার্থীরা হচ্ছেন- সিলেট-১ (মহানগর-সদর) আসনে মহানগরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে বিশ্বনাথী হুজুরের ছেলে হাফিজ হোসাইন আহমদ, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শিল্পপতি হাফিজ ফখরুল ইসলাম।
প্রাচীন এই ইসলামি দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে সিলেট-৫ ও সিলেট-৬ আসনে জমিয়তের প্রার্থীর ভালো অবস্থান রয়েছে বলে সাধারণ ভোটারদের বক্তব্য।
এদিকে, জমিয়তে ওলামায়ে ইসলাম জোটের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তবে জামায়াতের সঙ্গে তারা জোটে না যাওয়ার সম্ভাবনাই বেশি। জোট হলে হবে বিএনপির সঙ্গে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- জমিয়তের মতো দলের জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত স্থানীয় ভোটের সমীকরণে প্রভাব ফেলবে।
সিলেট-১ আসনে জমিয়তের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা আব্দুল মালিক চৌধুরী যুগান্তরকে বলেন, জুলাই আন্দোলনের পর জামায়াতের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে তাদের জনসমর্থন কমছে। এর বিপরীতে জনসমর্থন বাড়ছে জমিয়তের। ৬টি আসনে প্রার্থী দিলেও জোটে গেলে এতে পরিবর্তন আসতে পারে। তবে কোনোভাবেই জামায়াতের সঙ্গে জোট হবে না।
বিএনপি এবং জমিয়তের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে- সর্বশেষ সিলেট-৫ আসনকে ঘিরে বিএনপি-জমিয়তের মধ্যে বোঝাপড়া হতে পারে। এ বিষয়ে কেন্দ্রে আলোচনা অব্যাহত রয়েছে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    