কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোতোয়ালি ও শাহপরাণ থানাপুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার কুখ্যাত ‘বু লে ট মামুন’ ও তার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শাহপরাণ থানাধীন মহানগরের বালুরচর এলাকা থেকে এ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কামদা গাঁওয়ের হারুনুর রশিদের ছেলে কিশোর গ্যাং লিডার ও কুখ্যাত সন্ত্রাসী মামুন আহমেদ প্রকাশ বুলেট মামুন (২০), সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর সোনার বাংলা আবাসিক এলাকার আজমল আলীর ছেলে সৈয়দ আবির হোসেন (১৮) ও একই এলাকার খালেদ আহমদের ছেলে রায়হান আহমেদ (১৮)।
এদের ৩ জনের মধ্যে বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা, বিস্ফোরক উপদানাবলী ব্যবহারসহ মোট ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আদালতের নির্দেশে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    