কওমি কণ্ঠ রিপোর্টার :
হত্যাসহ ১০ মামলার আসামিক গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মৌলভীবাজার জেলার সদর থানাধীন আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ থেকে বজলু মিয়া (৪০) নামের এ আসামিকে গ্রেফতার করে।
তিনি এই ইউনিয়নের বিন্নিগ্রামের মৃত জিলদার মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- বজুলর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় গত ২ মার্চ হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় আরও ৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারের পর বজলুকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।