কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট থেকে লন্ডনের হিথ্রোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মেডিকেল ইমার্জেন্সির কারণে ইস্তাম্বুলের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর ‘দ্য ডেইলি স্টার’র।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে বিমানের এক সিনিয়র ক্যাপ্টেন এ তথ্য জানিয়েছেন।
বিকেল ৫টা ৫২ মিনিটে এ প্রতিবেদন তৈরির সময় ফ্লাইটটি লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলের পথে আছে বলে জানান ওই কর্মকর্তা।
বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানের ফ্লাইট ট্রেনিং প্রধান ক্যাপ্টেন সাজ্জাদুল হক ফ্লাইটটি পরিচালনা করছেন।
ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে হিথ্রোতে অবতরণের কথা ছিল।
তবে কী কারণে মেডিকেল ইমার্জেন্সি পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।