- ছিনতাইকারী ৪, অসামাজিকতার দায়ে ২
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের সুরমা মার্কেটের সামনে ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরদিন (বুধবার) সন্ধ্যায় মহানগরের জেল রোড এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার কাটিপুর (বড়বাড়ী) গ্রামের মোজাম্মিল আলীর ছেলে আব্দুল মালিক রুহেল (২৮), সুনামগঞ্জ জেলার তাহিপুর উপজেলার বোরুরাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে পারভেজ আহমদ (২৫), সিলেট মহানগরের বাগবাড়ী এলাকার নরসিংটিলার মৃত তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৩) ও একই এলাকার সোনার বাংলা আ/এ-এর ৩৭ নং বাসার মো. কাজল মিয়ার ছেলে মো. কয়েছ মিয়া (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পূর্ব জালালাবাদ গ্রামের রানা মিয়ার ছেলে ওয়াহিদ হোসেন (১৯) ও তার চাচাতো ভাই একই গ্রামের জিদান আহমদ (১৮) সিলেট মহানগরের সুরমা মার্কেটের সামন দিয়ে হেঁটে তালতলার দিকে যাওয়ার সময় নূরজাহান হোটেলের সামনে কয়েকজন ছিনতাইকারী চাকু ধরে এ দুজনের কাছ থেকে মোবাইল ফোন ও ৬ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তিভোগীরা কোতোয়ালি থানাপুলিশের কাছে অভিযোগ করলে ছিনতাইয়ের সঙ্গে জড়িত এ চারজনকে পুলিশ বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরের জেল রোড থেকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছিনতাইয়ের শিকার ওয়াহিদ হোসেন।
বৃহস্পতিবার ৪ ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অপরদিকে, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আবাসিক হোটেল ‘যাত্রীসেবা’ থেকে অসামাজিক কার্যকলাপের সময় এক নারী ও এক পুরুষকে আটক করেছে গোয়োন্দা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ‘যাত্রীসেবা’র ১৭ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদই উবাহাটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কামরুল ইসলাম (২০) ও যাত্রীসেবা আবাসিক হোটেলে অবস্থানরত দেহব্যবসায়ী শান্তা বেগম (২৮)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আলগীবাজার গ্রামের মতিউর রহমানের মেয়ে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।