সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের জামালগঞ্জ ও দিরাই উপজেলায় বৃহস্পতিবার (১ মে) বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, জামালগঞ্জ উপজেলার  হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে পাকনার হাওরে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিক মিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

মৃত্যুর নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,  প্রতিদিনের মতো পাকনার হাওরে সকাল থেকে ধান কাটাায় যান কৃষক মানিক মিয়া। দুপুরে  আকাশ অন্ধকার হয়ে হালকা বৃষ্টি আসে, এসময় হঠাৎ বজ্রপাতে ধানক্ষেতেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। 

অপরদিকে, সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে থেকে ট্রলিতে করে ধান আনতে গিয়ে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা একই গ্রামের সুবীর দাস।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওর থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন রিংকু দাস। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 


(রিপোর্টার : মো. আব্দুল হালিম)