সিলেটে আশ্বিনেও বাদল দিন

কওমি কণ্ঠ রিপোর্টার :

চলছে বাংলা মাস আশ্বিন। প্রায় শেষই বলা যায়। আজ ২৬ আশ্বিন।  ছয় ঋতুর দেশে এই সময়ে সাধারণত শীত আসবে আসবে ভাব থাকে। কিন্তু এ বছর এই সময়েও ঝরছে আষাঢ়-শ্রানণের মতো বৃষ্টি। 

সিলেটে শুক্রবার দিবাগত (১১ অক্টোবর) রাত থেকে হচ্ছে অবিরাম বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে- আগামী পাঁচ দিন সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 

সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানিয়েছেন- শনিবার (১১ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টির পরিমান ১৩.১  মিলিমিটার। আর ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭.৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।

ফলে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। 

পরে শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্তও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে ১৩, ১৪ ও ১৫ অক্টোবরও একই ধারা অব্যাহত থাকতে পারে।

বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এরপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

Loading...