কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অর্ধকোটি টাকার পশু, পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার (২ মে) ভোরে এসব পণ্য জব্দ করে।
শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়- বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, কালাসাদেক, সোনারহাট, লবিয়া ও শ্রীপুর বিওপি’র টহল টিম অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কম্বল, মহিষ, কিটক্যাট চকলেট, ফুচকা ও মদ এবং বাংলাদেশ হতে পাচার করতে যাওয়া শিং মাছ জব্দ করে।
এসব পশু, পণ্য ও মাদকদ্রব্যের দাম ৫৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।
সীমান্তের নিরাপত্তা সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।