কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে এক নারী দোকান মালিকের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে কর্মচারী তরুণীর চম্পট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দোকান মালিক সিলেটের শাহপরাণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরের শাহজালাল উপশহর এলাকায় মর্জিয়া বেগম রুমা নামের এক নারীর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা। তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে ছিলেন মহানগরের বাগবাড়ি এলাকার মিরাজ আহমদের মেয়ে শারমিন আক্তার (২১)। ওই তরুণী মর্জিয়ার বাসায় থেকে দোকানে কাজ করতেন।
গত ২৪ এপ্রিল ভোরে বাসার সবাই ঘুমে থাকার সুযোগে মর্জিয়ার ছেলেকে বিদেশ পাঠানোর লক্ষ্যে বাসায় রাখা নগদ ১০ লক্ষ টাকা এবং ঘরের সব নারীর মোট ১৮ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন শারমিন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান কওমি কণ্ঠকে বলেন- ওই তরুণীকে খুঁজছে পুলিশ।