সিলেটে ৩০ ঘণ্টায় আলোচিত ৫ ঘটনা-দুর্ঘটনা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট বিভাগে ৩০ ঘণ্টায় ৫টি আলোচিত ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। 

এর মধ্যে রয়েছে র‍‍্যাব ও পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দুজনের মৃত্যু। বিশেষ করে এই দুই ঘটনা সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

র‍‍্যাব হেফাজতে আসামির আত্মহত্যা :
র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর হেফাজতে থাকা এক আসামি আত্মহত্যা করেছেন। তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান র‍‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী আসামির নাম তানভীর চৌধুরী। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- র‌্যাবের হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারে পিবিআই হাজতে আসামির আত্মহত্যা :
কওমি কণ্ঠ’র রিপোর্টার (মৌলভীবাজার) শাহরিয়ার খান সাকিব জানান- জেলার কমলগঞ্জে লিটন মিয়া হত্যা মামলার অন্যতম আসামি মো. মখদ্দস মিয়া (৫০) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাজতে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে। 

পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেনের বরাত দিয়ে সাকিব জানান- গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রাম এলাকায় একটি ধানক্ষেত থেকে গলাকাটা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা থানায় মামলা দায়ের করলে তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।মামলার আসামি মখদ্দস মিয়া রবিবার (১৪ সেপ্টেম্বর) কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। রাত ৮টার দিকে থানাপুলিশ তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। ভোরে হাজতে থাকা অবস্থায় তিনি লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

ঘটনার পর জেলা প্রশাসককে অবহিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জে দুর্ঘটনায় একজনের মৃত্যু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে রুমান মিয়া (১৭)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়া চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আতাউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-ছেলে হবিগঞ্জ জেলা সদর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কলিমনগর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশায় থাকা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলকাছ মিয়াকে মৃত ঘোষণা করেন। তার ছেলে রুমান মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সিএনজিচালিত অটোরিকশাটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলকাছ মিয়া হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন। 

সিলেটে ‘অবৈধ’ নৌকা বাইচের সময় পানিতে তলিয়ে গেলেন একজন :
সিলেটের জকিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতার সময় সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া হাসিম আলী (৫০) এখনও উদ্ধার হননি। ঘটনার একদিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় প্রশাসন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকার সুরমা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিম আলী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে। তিনি একজন কৃষক এবং এক ছেলে ও চার মেয়ের জনক।

স্থানীয়রা জানান, নৌকা বাইচে দুই নৌকার প্রতিযোগিতায় ইঞ্জিন নৌকার ঢেউয়ে রবিবার সন্ধ্যায় নৌকা ডুবে নিখোঁজ হন হাসিম আলী। নদীতে ডুবে যাওয়া নৌকায় থাকা সকল লোকজন তাৎক্ষণিক সাঁতরে ওঠতে সক্ষম হলেও হাসিম আলী পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা উদ্ধার অভিযান করেও তাকে পাননি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে চলে গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টার মাথায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ- পানিপূর্ণ নদীতে প্রশাসনের অনুমতি ও তদারকি ছাড়া নৌকা বাইচ আয়োজন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ছিল। অতীতেও একই স্থানে নৌকা বাইচে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান তারা। তারা বলেন, ইঞ্জিনচালিত নৌকার অবাধ চলাচল এবং বিশৃঙ্খল ব্যবস্থাপনাই এই দুর্ঘটনার জন্য দায়ী।

নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাটি আমাদের নির্ধারিত বাইচ এলাকার বাইরে ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গেই খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি।’

বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য ঈমান উদ্দিন জানান, ‘নিখোঁজ হাসিম আলীর পরিবার চরম উদ্বেগ ও শোকের মধ্যে সময় পার করছে। এলাকাবাসীর একটাই দাবি- তাকে দ্রুত খুঁজে বের করা হোক।’

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘প্রতিযোগিতার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে অবগত করা হয়নি। একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা জানতে পেরেছি।’

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। পরে বিষয়টি জানার পর আমরা উদ্ধারকাজে সহায়তা করছি। সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও হাসিম আলীর কোনো খোঁজ মেলেনি।’

মৌলভীবাজারে কনে কম বয়েসি, বরকে ৩০ হাজার টাকা জরিমানা :
মৌলভীবাজারের বড়লেখায় রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে একটি বিয়ের আসরে অভিযান চালিয়ে বাল্যবিয়ের কারণে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বর মুচলেকাও প্রদান করেছেন। এছাড়া বর-কনের অভিভাবক ও নিকাহ্ রেজিস্ট্রারকে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

জানা গেছে, রোববার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের একটি গ্রামের এক নাবালিকা মেয়ের সাথে কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল আজিজ রুমেলের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ের আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।  এসময় জন্মনিবন্ধনসহ কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, কনের বয়স এখনো ১৮ হয়নি। পরে বরকে ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিতে হয়। পাশাপাশি কনের বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত তাকে শ্বশুরবাড়িতে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় কনে ছাড়াই বাড়ি ফিরতে হয় বর আব্দুল আজিজ রুমেলকে।

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, অর্থদণ্ডের পাশাপাশি কনের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুড়বাড়িতে না পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।