কওমি কণ্ঠ ডেস্ক :
‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শাহবাগের একটি আবাসিক হোস্টেল থেকে তাকে অচেতন অবস্থায় বিএসএমএমইউতে নেওয়া হয়।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে হোস্টেলের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের।
হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ। মাত্র ২টি কবিতার বই- ‘যে জলে আগুন জ্বলে’ ও ‘বেদনাকে বলেছি কেঁদো না’। প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। একটি বই দিয়েই বাংলা সাহিত্য জগতে স্থায়ী আসন করে নেওয়ার এমন নজির বিরল। এর অনেক বছর পর ২০১৯ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’।
প্রতিভাবান এই কবির জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন।
২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।