কওমি কণ্ঠ ডেস্ক :
জয়পুরহাটের আক্কেলপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আয়োজন করা নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করেছেন তাওহিদি জনতা। এসময় বিক্ষুব্ধ জনতা মাঠের চারপাশে দেওয়া টিনের বেড়া উপড়ে ফেলেন।
উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার (২৯ জানুয়ারি) নারীদের প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল।
স্থানীয়রা জানায়, তিলকপুরের স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠটি টিন দিয়ে ঘেরাও করে প্রায় দেড় মাস ধরে ফুটবল খেলা চলছিল। টি স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন। আর বুধবার নারীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ার বসে ৭০ টাকা করে টিকিট বিক্রি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে কয়েক জন আলেম বক্তব্য দেন। তারা বলেন- এখানে বেপর্দাভাবে মেয়েদের খেলার আয়োজন করা হয়েছে, যা স্পষ্টত হারাম। আর আলেম-সমাজের কাজ হলো হারামে বাধা দেওয়া। মেয়েদের খেলার মাঠে এনে অর্ধ উলঙ্গ করে লেলিয়ে দিয়ে যুবকদের পাপাচার কাজে অগ্রসর করা কখনোই আমরা মেনে নেব না। আমরা এসব অপকর্মকারীদের সর্তক করতে চাই- আপনারা সাবধান হন। আগামী দিনে এমন বেহায়পনার আয়োজন করলে আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
এরপর সেখান থেকে স্লোগান দিয়ে তারা তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া উপড়ে ফেলেন।
তিলকপুর বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, টি-স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকেরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা মঙ্গলবার আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া উপড়ে ফেলেন।
তিলকপুর টি স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। মঙ্গলবার আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, নারী টিমের ফুটবল খেলার আয়োজনের কথা তিনি জানেন না। খেলার মাঠের টিনের বেড়া ভেঙে দেওয়ার ঘটনাও জানেন না। ইউএনও স্যার আজকে (মঙ্গলবার) বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধীতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, আগামীকাল (বুধবার) নারী দলের ফুটবল খেলার কথা আমাকে আয়োজকেরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। আয়োজক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে তাদের নিয়ে বসার কথা রয়েছে।