সিলেটে আসছেন না খালেদা জিয়া!

কওমি কণ্ঠ রিপোর্টার :

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মে (সোমবার) দেশে ফিরছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে জানা গেছে।

আর বিমানের ফ্লাইটে না আসায় বাতিল হয়েছে সিলেটে অবতরণের বিষয়টিও। 

শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) দেশে আসছেন। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, দলের চেয়ারপার্সনের আগমন উপলক্ষে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠন বিমানবন্দরে গণঅভ্যর্থনার আয়োজন করেছিলো। সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছিলো সীমাহীন উৎসাহ-উদ্দীপনা।

তবে অনিবার্য কারণবশত: সিলেটের সব কর্মসূচি তা বাতিল করা হয়েছে বলে শনিবার (৩ মে) সন্ধ্যায় কওমি কণ্ঠকে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
 
আর খালেদা জিয়া সিলেট না আসার বিষয়টি বিএনপির একটি সূত্র কওমি কণ্ঠকে নিশ্চিত করেছে।