কওমি কণ্ঠ রিপোর্টার :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের কুশিয়ারা শাখা নদী থেকে মাথাবিহীন বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রামসংলগ্ন কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারনা- মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো। মরদেহের বেশিরভাগ অংশ পঁচে-গলে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন রাখাল মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন এবং পুলিশে খবর দেওয়া হয়। সন্ধ্যায় পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন- মরদেহের হাতে একটি বিশেষ ধরনের মালা রয়েছে। তবে দেহটি বেশিরভাগ পঁচে-গলে যাওযায় এটি নারী না পুরুষের সেটি প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। পুলিশের বিভিন্ন টিম লাশের পরিচয় শনাক্তে কাজ করছে।