অভিনব কায়দায় গাঁজার কারবার, র‍‍্যাব ধরলো দুজনকে

কওমি কণ্ঠ রিপোর্টার :

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দুজন অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে গাঁজার কারবার করে আসছিলো। তবে রবিবার (২৪ আগস্ট) রাতে এ দুজনকে মাধবপুরের চারাভাঙ্গা মোড় থেকে ৫৩ কেজি গাঁজাসহ আটক করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

আটকরা হলেন- মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের মৃত আবু শামার ছেলে শাহাবুদ্দিন (৩৫) ও একই উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- তাদের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চারাভাঙ্গা মোড় এলাকা থেকে ৫৩ কেজি গাঁজা শাহাবুদ্দিন ও মোসাকে আটক করে। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করে র‍‍্যাব। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান- তারা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর চোখ ফাঁকি দিয়ে মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও গাঁজার গুড়া নিয়ে এসে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করছে। 

আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক মাধবপুর থানাপুলিশের হস্তান্তর করেছে র‍‍্যাব-৯।