মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনতা।
বুধবার (১৮ডিসেম্বর) এশারের নামাজের পর বিশাল প্রতিবাদী মিছিল বের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা।
জানা যায়, আজ বাদ আসর বানিয়াচং উপজেলা মারকাজে আলেম-উলামা ও তাবলিগের সাথীরা মশওয়ারায় বসে এবং সিদ্ধান্ত অনুযায়ী বাদ এশা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে বক্তরা টঙ্গীতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান।