কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করায় এক হিন্দু কিশোরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। পরে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট কোতোয়ালি থানার সামনে জনতা জড়ো হয়ে মিছিল দেন। পরিস্থিতি জটিল হতে শুরু করলে সেনাবাহিনীর টিম এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।
রোববার (৪ মে) রাত সাড়ে ৯টা থেকে ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
আটক কিশোরের নাম জয় ঋষি (১৮)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়।
জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের কাজি ইলিয়াস এলাকায় একটি সেলুনের কর্মচারী জয় ঋষি নামের এ হিন্দু কর্মচারী নবি সা.-কে নিয়ে কটূক্তি করে। এসময় উপস্থিত মুসলিম কয়েকজন যুবক প্রতিবাদী হন এবং মানুষ জড়ো হতে থাকেন। এসময় অভিযুক্ত ঋষি আক্রমণাত্মক হয়ে উঠে এবং কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে ওই সেলুনের মালিক ঋষিকে দোকান থেকে বের করে দেন।
পরে জনতা অভিযুক্ত ঋষিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এসময় কয়েকজন মুসলিম যুবক অগ্রণী ভূমিকা পালন করে অভিযুক্তকে মারধরের কবল থেকে বাঁচান।
পরে রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ জনতা সিলেট কোতোয়ালি থানা অভিমুখে রওয়ানা হলে খবর পেয়ে সেনাবাহিনীর টিম কোতোয়ালি থানার সামনে অবস্থান নেয়। এসময় সেনাবাহিনী বুঝিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে। রাত আড়াইটার দিকে জনতা মিছিল দিতে দিতে কোতোয়ালি থানার সামন ত্যাগ করেন।
বিক্ষুব্ধরা বলেছেন- ঋষির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে অনুযায়ী পুলিশকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে আজ (সোমবার) সন্ধ্যায় তারা কোতোয়ালি থানা ঘেরাও করবেন।