সিলেটে ঈদের জামাত যখন যেখানে

কওমি কণ্ঠ রিপোর্টার :

চাঁদ দেখাসাপেক্ষে আগামীকাল অথবা পরশু (সোম বা মঙ্গলবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। প্রায়ে দেড় যুগে পরিবর্তিত পরিস্থিতিতে এটাই প্রথম কোনো ঈদ উদযাপন করতে যাচ্ছেন সিলেটসহ পুরো দেশবাসী। 

বরাবরের মতো এবারও সিলেটে ঈদের প্রধান জামাআত অনুষ্ঠিত শাহী ঈদগাহ ময়দানে। এ লক্ষ্যে ঈদগাহটি প্রস্তুত করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া কামরান কওমি কণ্ঠকে জানিয়েছেন- সিলেটের প্রধান ঈদগাহটিতে এবার ঈদুল ফিতরের নামাজের জামাআত ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাআতে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

তিনি কওমি কণ্ঠকে আরও জানান- এবার সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)। নসিহত পেশ করারও আবদার বিবেচনায় নিয়েছেন তিনি।
 
অপরদিকে, হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ৩টি। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় ও তৃতীয়টি সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

সরকারি আলিয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ  জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। 
 
এছাড়া সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের দিন সকাল সাড়ে ৬টায় একটি জামাআত অনুষ্ঠিত হবে বলে কওমি কণ্ঠকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।