সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক ও ক্লাবের জ্যেষ্ঠ সদস্য তাপস দাস পুরকায়স্থ’র বোন সুদীপ্তা ঘোষ চৌধুরীর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সুদীপ্তা ঘোষ চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।
এছাড়া তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সুদীপ্তা ঘোষ চৌধুরী সুনামগঞ্জ পৌরশহরের হাসননগর এলাকার মৃত অমলেন্দু ঘোষ চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি রবিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।