নিষেধাজ্ঞার পরও বিরোধপূর্ণ ভূমি দখলচেষ্টার অভিযোগ

কওমি কণ্ঠ রিপোর্টার :

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটের ওসমানীনগরে বিরোধপূর্ণ ভূমিতে একপক্ষের দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, খাদিমপুর গ্রামের খাজাঞ্চিবাড়ির বাসিন্দা প্রবাসী দিলন মিয়া ও তার বোন হাজেরা আলী পান্নার সঙ্গে পাশের বাড়ির আরেক প্রবাসী গোলাম রব্বানির ৮ শতক জায়গা নিয়ে বিরোধ চলছে। এই জায়গা দুই পক্ষই নিজেদের বলে দাবি করছেন। এর পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল ও ৬ মে বিকালে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে প্রবাসী দিলন মিয়া ও তার বোন হাজেরা আলী পান্না আহত হয়েছেন।

এ দুজনের অভিযোগ- গোলাম রব্বানি ওই জায়গা দখলের চেষ্টা করছেন এবং বার বার হামলা করছেন।

এদিকে, আদালতের পক্ষ থেকে ওই জায়গায় কাউকে না যেতে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের নির্দেশে ৫ মে ওসমানীনগর থানাপুলিশের স্বাক্ষরিত জারিকৃত এ নিষেধপত্রে উভয়পক্ষকে এ বিষয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ প্রদান করা হয়।

তবে প্রবাসী দিলন মিয়া ও তার বোন হাজেরা আলী পান্নার অভিযোগ- নিষেধাজ্ঞা সত্ত্বেও গোলাম রব্বানি পক্ষ বিরোধপূর্ণ জায়গাটি দখলের চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও (১৩ মে) সেখানে বালু ফেলেছেন তিনি। এছাড়া ওই জায়গার পাশে রাখা প্রবাসী দিলন মিয়া ও তার বোন হাজেরা আলী পান্নার মালমাল সরিয়ে নিয়েছেন গোলাম রব্বানি। 

এছাড়া গোলাম রব্বানি ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে হাজেরা আলী পান্নার অভিযোগ।

অভিযোগের বিষয়ে জানতে গোলাম রব্বানির মুঠোফোনে কল দিলে তার ভাগনা সুমন মিয়া রিসিভ করে বলেন- দুই বছর ধরে এ জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। দিলন মিয়া ও তার বোন হাজেরা আলী পান্না পক্ষ জোরপূর্বক আমাদের ৮ শতক জমি দখল করতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে দেশে-বিদেশে একাধিক সালিশবৈঠক হয়েছে। তবে সমাধান হয়নি। ফলে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত নিশ্চয় ন্যায় বিচার করবেন এবং আমরা আমাদের জায়গা ফিরে পাবো। 

তিনি বলেন- আমরা নয়, বরং দিলন মিয়া ও তার বোন হাজেরা আলী পান্না বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। 

ওসমানীনগর থানাপুলিশের এ.এস.আই. জানান- প্রথমে উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুতি রয়েছে পুলিশ।