কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে এ যাবৎকালের ইয়াবা ট্যাবলেটের সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জকিগঞ্জ থেকে চালানটি জব্দ করা হয়।
চালানে ছিলো ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। যার বাজারমূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানকালে দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে মো. আব্দুল কাদির (৪৮) ও তার বড় ভাই মো. আব্দুল মুকিত (মুকুল) (৫৫)।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক পলাশ পাল।
তিনি কওমি কণ্ঠকে জানান- গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে জকিগঞ্জের উত্তরকুল গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদির ও আব্দুল মুকিতের বসতঘরের চিলেকোঠা থেকে ৫০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এসময় তাদের দুজনকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে কওমি কণ্ঠকে জানান পলাশ পাল।
অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, উপ-পরিদর্শক মামুনার রশীদ, সহকারী উপ-পরিদর্শক মুস্তফা কামাল ও এনামুল হক খান এবং সিপাহি প্লাবন দাস, দ্বিজেন্দ্র দাস, মোহন মিয়া ও এহসানুল হক অভি।
উল্লেখ্য, গত বছরের ৪ মার্চ বিকাল ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের একটি বাড়ি থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছিলো র্যাব-৯ এর একটি টিম।
এছাড়া গত বছরের ২৯ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা সদরে অভিযান চালিয়ে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে র্যাব-৯।
তার আগে ২০২০ সালের ২৩ জুলাই সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলে জব্দ করে গোয়েন্দা পুলিশ।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    