কওমি কণ্ঠ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন দক্ষিন তারুয়া এলাকা থেকে ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১০ মে) বিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইমান উদ্দিন (৫৫) আশুগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- তাদের সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল শনিবার ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ইমান উদ্দিনকে গ্রেফতার করেছে।
পরে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।