ছাত্রীর পথ আটকে যা করলো বখাটেরা

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের তাহিরপুরে এসএসসি পরীক্ষা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধর করার ঘটনা ঘটেছে। ওই ছাত্রী  তাহিরপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিন পর বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ, তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের জবর আলীর ছেলে সরাফত আলী (২৭), হরমুজ আলীর ছেলে রবি মিয়া (২৩), আব্দুল আলীর ছেলে মারফত আলী (২২), জবর আলীর ছেলে সালমান (২০) ও আব্দুল আলী (২৪) ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই ইভটিজিং করতো। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তাকে মারধর করে ও শ্লীলতাহানির চেষ্টা চালায় অভিযুক্তরা। এসময় ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। 

এদিকে, থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা ওই শিক্ষার্থীকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছে। 

ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই জানান, বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রায়ই সরাফত আলী কুপ্রস্তাব দিতো। বিষয়টি নিয়ে গ্রামের সালিশ ব্যক্তিদের জানানো হয়েছে। তবুও কোনো কাজ হয়নি। মঙ্গলবার পরীক্ষা থেকে ফেরার পথে সরাফত আলী সঙ্গীদের নিয়ে আমার বোনকে মারধর করে।

তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন- লিখিত অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(রিপোর্টার : মো. আব্দুল হালিম)