সিলেটে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হচ্ছিলো ‘নিষিদ্ধ’ জিনিস

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে মাইক্রোবাসে করে ভারতীয় চোরাই শাড়ি নিয়ে যাওয়ার সময় জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে মহানগরের বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়ি পুলিশ। 

তবে এসময় কাউকে আটক করা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গোপন সূত্রে খবর পেয়ে ব্ন্দরবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে  লালদিঘীরপাড় ৪নং গলির শাহেদ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১১-৮৫৩১) ভর্তি ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকার ১৩৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। এসময় কয়েকজন পালিয়ে যায়। 

পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।