একদিনে ৪ জনের শরীরে ধরা পড়লো ডেঙ্গু

কওমি কণ্ঠ ডেস্ক : 

সিলেটে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ২৪ ঘন্টায় নতুন করে ৪জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬জন চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৩ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ ২৪ঘন্টায় সিলেট বিভাগে ৪জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এছাড়া বর্তমানে হবিগঞ্জের লাখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১জন এবং সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল হাসপাতালে ১জন চিকিৎসাধীন রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৫জন, সুনামগঞ্জে ১জন, মৌলভীবাজারে ৩জন এবং হবিগঞ্জে ৫জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।