সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক পুলিশের জালে

কওমি কণ্ঠ রিপোর্টার

 

সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।

তিনি জানিয়েছেন- ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে সিলেট আদালত ও কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। রয়েছে হত্যা মামলাও।

জানা যায়, শেখ হাসিনার পতনের পর সিলেট সিটি করপোরশনের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। পালিয়ে বেড়াচ্ছিলেন আবুল কালাম আজাদ লায়েক। 

৩ নং ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর টানা দুইবার বার নির্বাচিত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় খবরের শিরোনামে ছিলেন তিনি। হয়েছেন সমালোচিত। সরকারি চাল সরিয়ে ফেলা, ভাতার জন্য চাঁদা দাবি করা ও নিজের কার্যালয়ে হামলার নাটক সাজানোসহ নানা কাণ্ডে বিতর্কিত ছিলেন আবুল কালাম আজাদ লায়েক। পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের পর দায়েরকৃত ১৩ মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।