কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট বিভাগীয় পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার।
পরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ, ৩য় পর্যায় প্রকল্প এবং গণমাধ্যমের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন প্রজেক্ট কোর্ডিনেশন এনালিস্ট ড. শঙ্কর পাল ও কমিউনিকেশন্স এন্ড আউটরিচ এনালিস্ট সুমন ফ্রান্সিস গমেজ।
মতবিনিময়কালে গ্রাম আদালত বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।