‘সাদপন্থীরা তাবলিগের মুসল্লি হতে পারে না’

কওমি কণ্ঠ ডেস্ক :

সাদপন্থীরা আর তাবলিগের সঙ্গে নেই, তারা প্রকৃত তাবলিগি হতে পারে না বলে মন্তব্য করেছেন হেফাজতনেতা মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘তাবলীগের সঙ্গে সাদপন্থীদের সংশ্লিষ্টতা আছে, এটা বলার আর সুযোগ নেই। তারা রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী হিসেবে চিহ্নিত ছাড়া অন্য কোনো পরিচয় তাদের নেই।’

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ওলামা সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, টঙ্গী ইজতেমা ময়দানে হামলার ঘটনায় করণীয় নির্ধারণ করতে এই সম্মেলনের ডাক দেওয়া হয়।

মামুনুল হক বলেন, ‘সংবাদকর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে,এই ঘটনাকে আপনারা সংর্ঘষ হিসেবে নিউজ করবেন না। সেখানে একতরফা হামলা হয়েছে। এটা কোনোভাবেই সংর্ঘষ হতে পারে না।’

প্রশাসন নিরাপত্তা দিলে এই প্রাণহানি ঘটত না উল্লেখ করে তিনি বলেন,‘ অবশ্যই প্রশাসন আমাদেরকে গত রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যদি তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতো, তবে কোনোভাইবেই এই প্রাণহানি ঘটত না।’

মূল রিপোর্ট : বাংলাদেশের খবর