কওমি কণ্ঠ ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যার পর ক্যালিফোর্নিয়ার লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকার বাংলাদেশ একাডেমির রিয়া মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-গণসংযোগবিষয়ক সম্পাদক ইমাম হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক টিটু।
ইফতেখার হুসাইন ফাহিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমাজ উদ্দিন দুলাল, মিজানূর রহমান জামসেদ, মোশাররফ হুসাইন ইমন ও সুমেন আহমেদ, যুবনেতা সোহাগ চৌধুরী, শামিম হুসাইন, কামরুজ্জামান আকাশ, মোহাম্মদ খায়রুল ইসলাম, অতিক তজওয়ার, পিয়াল রহমান, ওয়াসিউর রহমান, এম সি মর্তুজা, এমডি সাইফুল ইসলাম, মোহাম্মদ রিজু , মোহাম্মদ রায়হান, মোহাম্মদ আলি, কামরুল রশিদ, ইয়াসিন আরাফাত রবিন, রিয়াদ রহমান, সৌরব চৌধুরী, মোহাম্মদ দাউদ, মোহাম্মদ রাকিবুল হাসান, ফাহিম আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাহমুদ হুসাইন।
শেষে লিটল বাংলাদেশের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের বাংলাদেশিদের মাঝে খাবার বিতরণ করা হয়।