সিলেটে এলজিইডি কার্যালয় ঘেরাও কর্মসূচি স্থগিত

কওমি কণ্ঠ রিপোর্টার :

দীর্ঘদিন ধরে সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার বিধ্বস্ত রাস্তা-ঘাট ও বার বার ভাঙনের শিকার নদীর পাড় মেরামতসহ অবকাঠামোগত উন্নয়নবঞ্চিত থাকায় (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এলজিইডি কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলো বিএনপি। তবে বুধবার (১৮ জুন) সিলেটের এলজিইডি কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির ১ম সহসভাপতি 
মামুনুর রশীদ (চাকসু মামুন)। 

সংবাদ সম্মেলনে চাকসু মামুন বলেন- সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাটে গত ১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানামুখী সমস্যায় জর্জরিত এ অঞ্চলের মানুষ। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে উন্নয়নের দাবি জানালেও ফ্যাসিস্ট সরকারের অব্যাহত দমন-পীড়নের কারণে রাজপথে সোচ্চার হতে পারিনি। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়ক মেরামত ও নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা নিতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে।

এরই ধারবাহিকতায় গত ২৭ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করে আমাদের জোরালো দাবিগুলো তুলে ধরি।  এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই বাধ্য হয়ে বিএনপি এলাকার বিক্ষুব্ধ জনতাকে নিয়ে ৬ মে সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। একই সাথে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। ওই সময় আমরা প্রশাসনকে জানিয়েছিলাম- এক মাসের মধ্যে যদি দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়া হয় তখন বিএনপি কঠোর আন্দোলনে যাবে। প্রয়োজনে জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষ নিয়ে  ১৮ জুন রোডমার্চ করে সিলেট এলজিইডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করবো। এই কর্মসূচি ঘোষণার পর কৃর্তপক্ষের কিছুটা টনক নড়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির এই সিনিয়র সহসভাপতি আরও বলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জকিগঞ্জ উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করেছে বলে নিশ্চিত করেছে। শীঘ্রই কাজ শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া জকিগঞ্জ-কানাইঘাটবাসীর প্রাণের দাবি রাস্তা মেরামতের বিষয়টি এলজিইডি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বসহকারে আমলে নিয়েছেন। তবে কর্মকর্তারা ফান্ডে টাকা সংকটের বিষয়টি তুলে ধরে সময় কিছুটা সময় চান। পাউবো ও এলজিইডি কর্মকর্তাদের এমন আশ্বাসে আমরা ১৮ জুনের রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।  

চাকসু মামুন বলেন- জকিগঞ্জ উপজেলার শেওলা-জকিগঞ্জ, কালিগঞ্জ-জকিগঞ্জ, আটগ্রাম-জকিগঞ্জ রাস্তা, কানাইঘাটের বুরহান উদ্দিন সড়ক, কানাইঘাট-দরবস্তু, গাছবাড়ি-হরিপুর রাস্তা দ্রুত মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের কর্মকর্তাদের পরামর্শে একটি আলাদা প্রজেক্ট করার পরিকল্পনা রয়েছে। একজন প্রজেক্ট ডিরেক্টর (পিডি) এর তত্ত্বাবধানে কাজগুলো বাস্তবায়ন হবে। এছাড়া সিলেটের দৃষ্টিনন্দন একটি জায়গা হলো কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য্য এখানে পুঞ্জিভূত করে রেখেছে। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই অঞ্চলটি অনেক পিছিয়ে রয়েছে। সুরমা নদীতে একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে জেলা বা থানা সদরের সাথে এ অঞ্চলের সংযোগ স্থপন করতে পারলে একটি আকর্ষনীয় পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে। একাজটিও ওই প্রজেক্টের অধীনে করার পরিকল্পনা রয়েছে। এলজিইডি কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে।

১০-১২ দিন আগের বন্যায় জকিগঞ্জে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে উল্লেখ করে মামুন বলেন- কুশিয়ারা ডাইকের বেশ কয়েকটি জায়গা ভেঙ্গে আবার কোথাও ডাইকের উপর দিয়ে বন্যার পানি ঢুকেছে। এতে মানুষের বসত ভিটা, ফসলী ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায়। এ অবস্থায় তাৎক্ষনিক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাটির বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করে। আমাদের দলের লোকজন পকেটের টাকা খরচ করে স্বেচ্ছাশ্রমে এসব করেছে।

সংবাদ সম্মেলনে জেলা ও দুই উপজেলার (জকিগঞ্জ-কানাইঘাট) বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।