ছাব্বিশের ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

কওমি কণ্ঠ ডেস্ক :

সদ্যসমাপ্ত ৫৮ তম বিশ্ব ইজতেমার মুনাজাত শেষে ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে- শুরায়ে নেজামের অধীনে ২০২৬ সালের ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২, ৩ ও ৪ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৯, ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এবারের ইজতেমাও (মূলপন্থী বা জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্ব ৫ ফেব্রুয়ারি দুপুরে শেষ হয় আখেরি মোনাজাতের মাধ্যমে ।