সিলেটে থেমে থেমে শ্রাবণ-ধারা

কওমি কণ্ঠ রিপোর্টার :

চলছে বাংলা মাস শ্রাবণের প্রথম সপ্তাহ। শ্রাবণের বৃষ্টি নিয়ে বাংলা সাহিত্যে গল্প-কবিতা-ছড়ার শেষ নেই। এসবকে কালজয়ী করতেই যেন সিলেটে শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে- আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটে ভারী বৃষ্টি হবে।  

আবহাওয়া অফিস জানায়, রোববার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সোমবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও এ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তীত ৩ দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।