সিলেটে বিশেষ অ‌ভিযা‌নে বিআরটিএ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিআরটিএ। রোববার (২০ জুলাই) সকালে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় মহাসড়কে এ অভিযান শুরু হয়েছে।

সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। 

অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ জানান- সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় চলছে এ অভিযান।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সিলেটে প্রায় আড়াই হাজার পুরোনো বাস ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধলক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ এ অভিযান শুরু করেছে বিআরটিএ।