সিলেটে একদিনে ১০ জনের শরীরে মিললো যে ভাইরাস

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১০ শরীরে ধরা পড়েছে ডেঙ্গু রোগের ভাইরাস। এ চলতি মাসের মাত্র ১৯ দিনে সিলেট বিভাগের ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬ হনে। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। 

সূত্র জানায়, এই ৬৬ জন নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪৯ জন।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩, দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১, সিলেট পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ১ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ২ জন রোগী ভর্তী আছেন। 

তবে এ বছর পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে প্রাণহানির ঘটনা ঘটেনি।