কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দিরাই উপজেলার পঞ্চগ্রাম বদলপুর মাদরাসার সামনে সোমবার (২১ জুলাই) সকালে যাত্রীবাহী দুর্ঘটনার কবলে পড়ে এর চালক নিহত হয়েছেন।
যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
নিহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
নাঈম নামের এক স্থানীয় বাসিন্দা বাসচালকের মৃত্যুর বিষয়টি জানান।