কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা থেকে ১ হাজার ৪৬০ বোতল বিদেশি মদসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বাহিনীটির একটি টিম রোববার দিবাগত রাত (২১ জুলাই) ২টার দিকে ধোপাগুল পয়েন্টের ইউনিয়ন স্বাস্থ্য পরিবারকল্যাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- মো. আমজাদ হোসেন (৩৬), মো. মুন্না (২৩), মো. সজিব (২৩), রিপন (৩৩), ও মো. রুবেল (২৩)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- রোববার দিবাগত রাত ২টার দিকে ধোপাগুল পয়েন্টের চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালে সিলেটগামী একটি প্রাইভেট কার ও একটি পাজারো জিপকে থামানোর সংকেত দিলে গাড়ি দুটি থামিয়ে গাড়িতে থাকা এ ৫ জন পালানোর চেষ্টা করলে ধরে ফেলা হয়। পরে তাদের পাজারো গাড়ি তল্লাশি করে এর মধ্যে থাকা ছোট ছোট প্লাস্টিকের ব্যাগের ভিতর বিশেষভাবে রক্ষিত অবস্থায় ১ হাজার ৪৬০ বোতল বিদেশি মদ জব্দ করে র্যাব।
পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।