কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের সুরমা নদীতে পাথর বোঝাই নৌকা চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির পর ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সকালে সিলেটের শাহপরাণ থানাধীন মুক্তিরগাঁও এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
আটকের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ও উপ-কমিশনার দক্ষিণের অতিরিক্ত দায়িত্ব) মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন- ঘটনাস্থলে পাথর বোঝাই নৌকা চলাচলে বাধা দেওয়ায় দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলাকর পরিস্থিতি তৈরি হরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে। এসময় পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।