কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে করোনায় একজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় এক বার্তায় বুধবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে তথ্যটি জানায়।
সিলেট রাগীব-রাবেয়া হাসপাতাল মেডিকেলে ৯০ বছরের এক বৃদ্ধ করোনা রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্র।
করোনার চলমান ভেরিয়েন্টে সিলেটে এ পর্যন্ত ৩ মারা গেছেন। বাকি দুজন সিলেট ডা. শাসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন পরীক্ষায় সিলেটে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ জন। বর্তমানে সিলেটের কোনো হাসপাতালে কোনো করোনা রোগী ভর্তি নেই।