কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জাফলং এলাকার জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন- আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি লুটেরাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।