কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কবির উদ্দিন (৪৫)। তিনি ওই গ্রামের নূর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কবির উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।