সিলেট বিএনপির নেতৃবৃন্দের প্রতি তারেক রহমানের যে ম্যাসেজ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট বিভাগের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময় হয়েছে। রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ভার্চুয়াল এ সভায় অংশ নেন বিএনপির সিলেট বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট বিভাগের বাকি তিন জেলার (মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ) শীর্ষ নেতারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী কওমি কণ্ঠকে বলেন, ‘আজ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান; দেশনায়ক তারেক রহমান যেসব নিদের্শ দিয়েছেন সেগুলো হচ্ছে- সিলেটজুড়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা ও আগামী নির্বাচনকে  উপলক্ষ্য করে দেশ গড়ার ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং পাশাপাশি দলের বিজয় সুনিশ্চিতে অবিরাম কাজ করে যাওয়া।’

আব্দুল কাইয়ুম চৌধুরী কওমি কণ্ঠকে আরও বলেন, ‘এছাড়াও যে বিষয়টি কঠোরভাবে জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে- সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন সব ধরনের কাজ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে দূরে থাকা। কারো বিরুদ্ধে  এমন অভিযোগ উত্থাপিত হলে এবং তদন্তসাপেক্ষে প্রমাণ মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা।’